বরগুনায় প্রথমবারের মতো আগামীকাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলিশ উৎসব-২০১৯। ইলিশ উৎসব উপলক্ষে আজ বেলা ১১টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়ে। জেলা প্রশাসন এবং টেলিভিশন সাংবাদিক ফোরাম ইলিশ উৎসবের আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উৎসব উপলক্ষে সার্কিট হাউস ময়দানে ৯০ ধরনের ইলিশের আইটেম নিয়ে ৫০টিকে স্টল করা হয়েছে। ইলিশ উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে উপকূলীয় এলাকায়।
বিডি প্রতিদিন/ফারজানা