নড়িয়াকে নদী ভাঙ্গনের হাত থেকে রক্ষা করতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে কারণেই গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে এখানে নতুন করে আর একটি বাড়িও ভাঙ্গেনি। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত আছি।
বুধবার দুপুরে নড়িয়ার সাধুর বাজার এলাকার পদ্মার ডান তীর রক্ষা বাঁধের ভাঙ্গন প্রতিরোধের কাজ পরিদর্শন শেষে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম সাংবাদিকদের এসব কথা বলেন।
পরিদর্শন শেষে ত্রাণ মন্ত্রণালয় ও বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে কেদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভাঙ্গন কবলিত দুর্গত ৭০ পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন, শুকনা খাবার, শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় জেলা প্রশাসক কাজী আবু তাহের, উপজেলা নির্বাহি অফিসার জয়ন্তি রুপা রায় ও স্থানীয় আওয়ামীলীগ নেতারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন