প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার বগুড়া শহরে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে জেলা ছাত্রলীগ। বেলা ১২ টায় আনন্দ শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, ছাত্রনেতা শিবলু শেখ, রাকিব হাসান শাওন, রাসেল মন্ডল, আসলাম হোসেন, সাজ্জাদ আলম পারভেজ, মিম পোদ্দার, মিথিলেশ প্রকাশ, সজল ঘোষ, মুকুল ইসলাম, মোজাম্মেল হক বুলবুল, আব্দুর রউফ, আতিক হাসান, আবু নাসের প্রমুখ। শোভাযাত্রায় সরকারি আজিজুল হক কলেজ, শাহ সুলতান কলেজ, বগুড়া সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের ইউনিট অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার