ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে ঝাউদিয়া গ্রামে অভিযানে চালিয়ে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করা হয়। এসময় নগদ ২৯শ’ ৯০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শৈলকুপা সোমবার গভীর রাতে পৌর এলাকার ঝাউদিয়া গ্রামে অভিযান চালায়। এসময় ঝাউদিয়া গ্রামের মন্টু শেখ, সাজ্জাদ শেখ, মিরাজ, মীনগ্রাম এলাকার রতন জোয়ার্দ্দার, কবিরপুর এলাকার বাবলু বিশ্বাস ও আগুনিয়াপাড়ার দিদার হোসেনকে হাতেনাতে আটক করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার