ময়মনসিংহের ফুলপুরে জাতীয় কৃমি সপ্তাহের (১-৭ অক্টোবর) উদ্বোধন করা হয়েছে। আজ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মুখে কৃমির ট্যাবলেট তুলে দিয়ে জাতীয় কৃমি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
ফুলপুর ও তারাকান্দা এই দুই উপজেলায় মোট ১ লাখ ৪৫ হাজার ৩০৫ জন শিশুকে এই ট্যাবলেট খাওয়ানো হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সিডিসি স্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করে।
আমুয়াকান্দায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলপুর উপজেলা স্বাস্খ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুপম ভট্টাচার্য্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রাণেশ চন্দ্র পন্ডিত, আমুয়াকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল