বগুড়ার শিবগঞ্জে সাত বছরের শিশুকে চকলেট খাওয়ানোর কথা বলে এবং শেরপুর উপজেলায় দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টায় পৃথক দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শিবগঞ্জের ঘটনায় আটক কিশোরের নাম নয়ন ইসলাম (১৭) এবং প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শুকুর আলী (৫৫) কে গ্রেফতার করা হয়।
বগুড়ার শিবগঞ্জ থানার মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার উপজেলার দেউলী ইউনিয়নের ঐ শিশুকে নয়ন ইসলাম (১৭) চকলেট খাওয়ানোর কথা বলে কৌশলে পাশের আখক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির চিৎকার শুনে প্রতিবেশী এক নারী এগিয়ে এলে নয়ন পালিয়ে যায়। এঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, বগুড়ার শেরপুরে দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় শুকুর আলী (৫৫) নামের এক ব্যক্তি গ্রেফতার হয়েছে। সে নাটোর জেলার সিংড়া থানার বাসিন্দা। শেরপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, শুক্রবার বিকেলে শেরপুর থানার সুঘাট ইউনিয়নে ৮ বছর বয়সী এক দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে শুকুর আলী। এসময় পাড়ার লোকজন তাকে ধরে পুলিশের দেয়। এ ঘটনায় থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়েরের পর শনিবার তাকে বগুড়ার আদালতে পাঠানো হয়।
বিডি-প্রতিদিন/শফিক