বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে এগারোটায় জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারসহ বিভিন্ন ব্যানারে প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে সকল শিক্ষা প্রতিষ্ঠানে উশৃংখলতা বন্ধে সরকারের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি করেন মানববন্ধনকারীরা।
এসময় বক্তব্য রাখেন, হাসিব খান, আরেফিন সানি, তোফায়েল খান ও মারজিয়া আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল