রাজশাহীতে বিদেশী দু’টি পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে নগরীর গোরহাঙ্গা কামারুজ্জামন চত্বর এলাকা থেকে মোহাম্মদ আলী (২৪) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
তার কাছে থেকে ১৪ রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়। গ্রেফতার মোহাম্মদ আলীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামে। তার বাবার নাম মো. মুকুল।'
র্যাব-৫ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বর এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তিনি অস্ত্র নিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন।
র্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। এ ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে অস্ত্র আইনে নগরীর বোয়ালিয়া থানায় মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক