সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাতদলের ৮সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কোনাগাতী এলাকায় ডাকাতের প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলো- বরগুনা জেলার তরিকুল ইসলাম ওরফে সুমন, সোহেল, আল-আমিন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার হাফিজুল ইসলাম ওরফে আকাশ, নোয়াখালী জেলার আবু জাফর, নারায়গঞ্জ জেলার ইব্রাহীম হোসেন ও কুমিল্লা জেলার ইমরান হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দাউদ জানান, আটকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। ডাকাতি প্রস্তুতিকালে এদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মিনি ট্রাক, ডাকাতির মালামাল উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার