প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় পৃথক পৃথক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ উদীচী শিল্পিগোষ্ঠী, মানিকমালা খেলাঘর আসর ও নাগরিক উদ্যোগের আয়োজনে শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের মনোহরী পট্টিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নূরবাহাদুর তালুকদার, নাসির উদ্দিন তালুকদার, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক নেছার উদ্দিন, সমাজসেবক খান মতিউর রহমানসহ আরো আনেকে।
একই সময় কলাপাড়া প্রেসক্লাবের সামনে বুয়েটের ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে জাতীয়বাদী ছাত্রদল উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতা কর্মীরা। পরে তারা পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার