বাগেরহটের মোরেলগঞ্জে নানা কর্মসূচীর সাথে পালিত হচ্ছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯।
দিবসটি উপলক্ষে রবিবার বেলা ৯টায় অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে নেতৃত্ব দেন স্থানীয় সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী করর্মকর্তা মো. কামরুজ্জামান, ভইস চেয়ারম্যান মোজাম্মেল হক, ফাহিমা ছাবুল, থানার ওসি কেএম আজিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মো. সাহাবুদ্দিন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ