দীর্ঘ তের বছর পর আজ শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আর এই সম্মেলনকে ঘিরে শহরে সাজ সাজ পরিবেশ বিরাজ করছে। ব্যানার, বিলবোর্ড ও পোষ্টারে ছেয়ে গেছে গোটা শহর।
সকাল ১১টায় শহরের পুরানবাজারে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। এ জন্য সামিয়ানা টাঙিয়ে তৈরী করা হয়েছে বিশাল প্যান্ডেল ও মঞ্চ। এতে প্রধান অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি।
প্রধান বক্তা আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি। বিশেষ অতিথি আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন কামরান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক রফিকুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
সন্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো.আছকির মিয়া, সহ-সভাপতি সমশের খাঁ, সাধারণ সম্পাদক এম এ মান্নান, সদস্য আবু শহীদ মো.আব্দুল্লাহ ও বর্তমান পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অর্ধেন্দু কুমার দেব বেভুল।
আর সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সহিদ হোসেন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.ইউসুফ আলী, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি তফাজ্জুল হোসেন ফয়েজ, উপজেলা আওয়ামী ছাত্রলীগের সাবেক সভাপতি আকরাম খান, উপজেলা যুবলীগের বর্তমান সাধারণ সম্পাদক ছালিক আহমদ ও কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ মো.উপরু মিয়ার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ