বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে ভালুকা প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি ভালুকা শাখার আয়োজনে এ মানববন্ধন পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চলমান অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সরকারের শুদ্ধি অভিযানে পীর হাবিবুর রহমানের সমর্থন ও লেখনি জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। জনস্বার্থে সবসময় তিনি সোচ্চার। যে কারণে দুর্নীতিবাজরা পরাজিত হয়ে জনপ্রিয় এ সাংবাদিকের বিরোদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে। বক্তারা এই জঘন্য অপপ্রচারের নিন্দা জানিয়ে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন ভালুকা প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক ফিরোজ খান, সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান কামাল ও এস. এম. শাহজাহান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম. এ. মালেক খান উজ্জল, সাংবাদিক আতাউর রহমান তরফদার, মোখলেসুর রহমান মনির, অলমগীর হোসেন আসাদুজ্জামান ফজলু, রফিকুল ইসলাম রফিক, আতিকুল ইসলাম, মাহমুদুল হাসান ফুরাত, আসাদুজ্জামান সুমন, এস. এম. জুবায়ের রাজু, আনোয়ার হোসেন তরফদার, ইফতেখার আহাম্মেদ সুজন প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক