মাগুরার মঘি ইউনিয়নে কাপাশহাটি এলাকায় ফটকি নদীতে গতকাল শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। কাপাশহাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ নৌকা বাইচ প্রতিযোগিতায় ১০ নৌকা অংশ নেয়। ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ উপলক্ষে বসে গ্রামীণ মেলাও।
সন্ধ্যায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে উপিস্থতি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডু, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, উপজেলা নির্বাহী অফিসার আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি ও মঘি ইউনিয়নের চেয়ারম্যান হাসনা হেনা পারভিন।
বিকাল ৪ টায় নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়। কাঁসা আর ঢোলের তালে তালে নৌকাগুলো প্রতিদ্বন্দ্বিতায়ি নামে। সকাল থেকেই আড়পাড়া, দরিশলই, সিংড়া, বরইচারা, জাগলা এলাকার হাজার হাজার মানুষ ফটকি নদীর দু’পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হন। এছাড়া মাগুরাসহ পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া এবং ফরিদপুর জেলার আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষ বাইচ দেখতে নদী পাড়ে জড়ো হন।
প্রতিযোগিতায় মাগুরা সদর উপজেলার জাগলা গ্রামের আকরাম হোসেনের ‘আল্লার দান’ নৌকা প্রথম স্থান দখল করে জিতে নেয় একটি ফ্রিজ। একই উপজেলার ওলিয়ার রহমানের ‘রানার তরী ’নামের নৌকা দ্বিতীয় স্থান দখল করে একটি এলইডি টেলিভিশন এবং নড়াইল জেলার পেরুলিয়া গ্রামের নওশের মোল্যার বলাকা নামের নৌকাটি তৃতীয় স্থান অধিকার করে পায় নগদ ১৫ হাজার টাকা।
বিডি-প্রতিদিন/শফিক