বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদসহ সকল হত্যার সাথে জড়িতদের দ্রুত সময়ে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা এবং দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের নিপীড়ন বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার সকাল ১১ টার সময় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে নাগরিক আন্দোলন মঞ্চ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নাগরিক আন্দোলন মঞ্চ'র সভাপতি এ্যাড. ফাইমুল হক কিসলু, সাধারন সম্পাদক নাগরিক হাফিজুর রহমান, ইঞ্জিনিয়ার আবিদুর রহমান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, স্বপন কুমার শীল, এস এম বিপ্লব অন্তর প্রমুখ।
এ সময় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ ও সানি হত্যাসহ দেশের সকল হত্যার বিচার দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান বক্তারা।
বিডি প্রতিদিন/হিমেল