বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভারতের সাথে বাংলাদেশের চুক্তি, বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরের জনসমাবেশ পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। রবিবার সকালে শহরের আলাইপুরের বিএনপি অস্থায়ী কার্যালয়ে এ জনসমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।
তবে রবিবার ভোর ৬ টা থেকে পুলিশ দলীয় কার্যালয় ঘিরে রাখে এবং বিএনপি’র নেতাকর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা প্রদান করায় জনসমাবেশ পণ্ড হয়ে যায় । পরে জনসমাবেশ পণ্ড এবং পুলিশি আচরণের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপি’র আহবায়ক আমিনুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ , বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু , অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, খবির উদ্দীন শাহ ও ফরহাদ আলী দেওয়ান শাহীন ।
বিডি-প্রতিদিন/শফিক