বরিশালে বিভিন্ন নদীতে যৌথ অভিযান চালিয়ে ৬০ হাজার মিটার জাল এবং ১৫ কেজি ইলিশসহ ৩৫ জনকে আটক করেছে নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। তাদের মধ্যে ২০ জনকে ১ বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ৬ জনের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা করা হয়েছে। এছাড়া ৯ জনের বিরুদ্ধে প্রক্রিয়াধীন রয়েছে।
মৎস্য অধিদপ্তর জানায়, শনিবার রাতে বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন সংলগ্ন কালবদর নদীতে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার জাল, ৫ কেজি ইলিশ এবং ২০জন জেলেকে আটক করে।
একই রাতে হিজলার আড়িয়ালখাঁ ও মেহেন্দিগঞ্জের মেঘনা নদীতে পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার মিটার জাল, ১০ কেজি ইলিশসহ ১৫ জেলেকে আটক করে নৌ পুলিশ ও মৎস্য অধিদপ্তর।
রবিবার সকাল ১০টায় নগরীর কীর্তনখোলা নদীর ডিসি ঘাট এলাকায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কালাবদর নদী থেকে আটক ২০জনকে ১ বছর করে কারাদণ্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ইলিশ বিভিন্ন লিল্লাহ বোডিং ও এতিমখানায় বিতরণ করা হয়।
এদিকে হিজলা ও মেহেন্দিগঞ্জ থেকে আটক ১৫ জনের মধ্যে ৬জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং ৯জনের বিরুদ্ধে মৎস্য আইনে বিচারধীন প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ