কুষ্টিয়ায় আট কেজি গাঁজাসহ হান্নান মন্ডল (৩৫) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সকালে শহরের চৌড়হাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক ব্যবসায়ী হান্নান মন্ডল বগুড়া জেলার ধুনট থানার শোলমারী গ্রামের মৃত কফিল মন্ডলের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বলেন, আগামী ১৬ অক্টোবর থেকে শুরু হবে লালন তিরোধান দিবস। এই উপলক্ষে বসবে মেলা। এই মেলায় গাঁজা কেনা-বেচার অভিযোগ রয়েছে অনেক আগে থেকেই। এর ভিত্তিতে আমরা সড়কের মুখে চেকপোস্ট বসিয়েছি। এই চেকপোস্ট থেকে দুই দিনে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ