ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের জয়বাংলা কানফরদী এলাকা থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে নগরকান্দা থানা পুলিশ কালাম ফকির নামের ঐ ব্যক্তির লাশটি উদ্ধার করে।
নিহত কালাম ফকিরের বাড়ি চরযশোরদী ইউনিয়নের গজারিয়া গ্রামে। নিহতের ছেলে লিটন ফকির জানান, শনিবার বিকেলে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে তার বাবা বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। রবিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কানফরদী এলাকার খালের মধ্যে লাশটি ভেসে উঠলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
নগরকান্দা থানার ওসি (ভারপ্রাপ্ত) মিরাজ হোসেন জানান, নিহত ব্যক্তির পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার সময় তাকে হত্যা করে থাকতে পারে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক