বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে জনসমাবেশ করেছে বিএনপি। আজ রবিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে এ জনসমাবেশ চলে।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। জেলা বিএনপির সভাপতি এজেএম গোলাম হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, স্বেচ্ছাসেবক দল সভাপতি ছাবের আহমেদ, ছাত্রদল সভাপতি আজগর উদ্দিন দুখুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশ এক ক্রান্তিকাল পার করছে। দেশ নরকে পরিণত করেছে। এসময় তারা সমাবেশ থেকে খালেদা জিয়ার মুক্তির দাবি করেন। একইসঙ্গে আবরার হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
বিডি-প্রতিদিন/শফিক