শেরপুর সদর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার (১৪ অক্টোবর)। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন।
রির্টানিং অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ), স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মোঃ বায়েজিদ হাসান (আনারস), স্বতন্ত্র(আওয়ামী লীগের বিদ্রোহী) মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল), জাপা (এরশাদ) মনোনীত ইলিয়াছ উদ্দিন (লাঙ্গল), তরিকত ফেডারেশন মনোনীত মিজানুর রহমান (হাত পাখা)।
ভাইস চেয়ারম্যান পদে চার জন লড়ছেন। এরা হলেন জুলহাস উদ্দিন (উড়োজাহাজ), মোঃ মনোয়ারুল ইসলাম ভিপি (চশমা), মোঃ মোছা মিয়া (মাইক), আল হেলাল (টিউবোয়েল) ও মোঃ আশরাফুল আলম মিজান (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামিম আরা বেগম(হাঁস) ও শাবিহা জামান শাপলা (কলস) লড়ছেন।
জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার শুকুর মিঞা বলেন, ইতিমধ্যে ১৪০টি কেন্দ্রে নির্বাচনী সামগ্রী প্রেরণ করা হয়েছে। এবার নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং প্রতিটি কেন্দ্রে ১টি করে অতিরিক্ত ইভিএম থাকবে। ইভিএম মেশিনে কোন ত্রুটি পরিলক্ষিত হলে সেনাবাহিনীর দুই জন সদস্য তদারকি করবে।
এবার নির্বাচনে ২০জন নির্বাহি ম্যাজিষ্ট্রেট ১জন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, ৬ প্লাটুন বিজিবি, ৪টি র্যাবের মোবাইল টিম ও ৯৮২ জন সশস্ত্র পুলিশ ও আনসার মোতায়ত থাকবে। তিনি আরও বলেন, ভোটার যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারে সেজন্য ব্যাপক প্রচারণা করেছে নির্বাচন কমিশন। ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৬১ হাজার ২৮২
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ