সিদ্ধিরগঞ্জে ৫৪ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলশি। গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম। শনিবার রাতে সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম আদমজী ইপিজেডের সুপ্রীম নীটওয়্যার লিমিটেডের মহাব্যবস্থাপক।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুক জানান, শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ না করায় শ্রম আদালতে ৫৪টি মামলা করে। ঐ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেফতার করে। রবিবার দুপুরে ঐ ৫৪টি মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক