লক্ষ্মীপূজা উপলক্ষে রবিবার থেকে দুইদিনের জন্য বন্ধ হলো দেশের অন্যতম রফতানিমুখী ব্রাহ্মবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। ফলে রবিবার ও সোমবার বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হবে না। তবে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রাজীব উদ্দিন ভূঁইয়া জানান, লক্ষ্মীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে রবিবার ও সোমবার আখাউড়া স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। মঙ্গলবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।
বিডি-প্রতিদিন/শফিক