বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে পুলিশের বাধায় রাজপথে বিক্ষোভ মিছিল বের হতে পারেনি বাগেরহাট জেলা বিএনপি। পুলিশের বাধার মুখে রবিবার দুপুরে শহরের সরুই এলাকার জেলা কার্যালয়ের গেটে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে জেলা বিএনপি।
বাগেরহাট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, বিএনপির নেতা শেখ এসকেন্দার হোসেন, মোজ্জাফ্ফর রহমান আলম, মেহেবুবুল হক কিশোর, আবুল কালাম আজাদ বুলু ও কৃষকদলের আহবায়ক সৈয়দ আসাফুদৌলা জুয়েল প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক