মানিকগঞ্জে বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্সসহ হেলমেটপরা মোটরসাইকেল চালকদের রজনীগন্ধা ফুলের শুভেচ্ছা ও চকলেট বিতরণ করা হয়েছে। রবিবার সকালে মানিকগঞ্জ বাইক রাইডারস’ গ্রুপের আয়োজনে মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় মোটরসাইকেল চালকদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
এ সময় ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর গোলাম আম্বিয়া, মানিকগঞ্জ বাইক রাইডারস’ গ্রুপের এডমিন সোহেল আহমেদ, বুলবুল আহমেদ, মটেরেট এহসান হৃদয়, রাইফ মেহেদী সহ অন্যরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল চালকদের সচেতনামূলক কর্মসূচির জন্য মানিকগঞ্জ বাইক রাইডারস’ গ্রুপের সকল সদস্যদের অভিনন্দন জানান পুলিশ সুপার রিফাত রহমান শামীম।
বিডি-প্রতিদিন/মাহবুব