উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেলিমাবাদ ডিগ্রি কলেজ চত্বরে নির্মিত আশ্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর পক্ষে স্থানীয় এমপি ডা. মোজাম্মেল হোসেন ফলক উন্মোচনসহ দরজা খুলে দেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান মোজাম্মলে হক, ফাহিমা ছাবুল, সহকারি কমিশনার (ভূমি) রঞ্জন চন্দ্র দে, থানার ওসি কেএম আজিজুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়াও কলেজ অধ্যক্ষ নির্মল কান্তি বিশ্বাস, উপাধ্যক্ষ মাহফুজুর রহমান, জেলা পরিষদ সদস্য শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ২ কোটি ১০ লাখ টাকা ব্যায়ে এ আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। ভবনটিতে একসাথে কমপক্ষে ৩ হাজার লোক আশ্রয় নিতে পারবে।
বিডি-প্রতিদিন/মাহবুব