২৩ অক্টোবর, ২০১৯ ১৪:৪৭

নেত্রকোনায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা উদ্বোধন

নেত্রকোনায় মাসব্যাপী ক্ষুদ্র কুটির ও হস্তশিল্প মেলা উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। শহরের মোক্তাপাড়া পুরাতন কালেক্টরেট মাঠ প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়। বুধবার বেলা ১২টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। মেলায় মোট ৫৫টি স্টল প্রস্তুত হচ্ছে নানা রকমের পসরা সাজাতে। 

জেলার বিসিক শিল্পকে এগিয়ে নেয়ার লক্ষ্যে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) জেলা কমিটি এই মেলার আয়োজন করে। 
জেলা কমিটির সভাপতি সোয়েব তানভির হিমেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন। এসময় সাথে ছিলেন পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী, পৌর মেয়র নজরুল ইসলাম খান, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, নাসিবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মজিবুর রহমান, নেত্রকোনা চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু, মেলা আয়োজক এ কে এম আজাহারুল ইসলাম অরুণ, গাজী মোসাদ্দেক হোসেন রতন। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর