বগুড়ার আদমদীঘিতে একটি পুকুর পাড়ে মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি স্থলমাইন ও ৩টি গ্রেনেড পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় আদমদীঘির রামপুর গ্রামের মছোর নামের পুকুর পাড় থেকে এসব পাওয়া যায়। রাত সাড়ে ৮টায় পুলিশ বোমাগুলো উদ্ধার করে।
জানা গেছে, শনিবার বিকেলে কয়েক জন শিশু গ্রামের পশ্চিমে মছোর নামক পুকুর পাড়ে খেলা করছিল। সন্ধ্যায় ইউসুফ (৮) নামের এক শিশু ধান কাটা কাচি দিয়ে ওই পুকুর পাড়ে মাটি খোঁড়ার সময় এগুলো বের হতে থাকে। একে একে ৯টি বোমা পায় তারা। বোমাগুলো খেলনা হিসাবে তারা খেলা করার সময় গ্রামবাসি দেখতে পেয়ে তাদের নিকট থেকে বোমাগুলো নিয়ে একটি বালতির পানিতে ডুবিয়ে রেখে থানা পুলিশে খবর দেন। রাত সাড়ে ৮টায় পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
বগুড়ার আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এইসব বোমা পরিত্যক্ত বলে মনে হয়েছে। এসবের গায়ে ১৯৬৫ সাল লেখা রয়েছে।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ