তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, তৃণমূল থেকে শুদ্ধি অভিযান শুরু করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ পদক্ষেপ প্রশংসিত হয়েছে।
বঙ্গবন্ধু কন্যা হিসেবে তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তিনি আরও বলেন, দলে চাঁদাবাজ, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ ও মাদকসেবীদের স্থান নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযান সিংড়া থেকে শুরু করবো, যাতে সিংড়া আওয়ামী লীগ বাংলাদেশ মডেল সংগঠনে পরিণত হয়। আমাদের দেখে অন্যরা অনুকরণ, অনুসরণ করবে।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন। এ সংগঠনের প্রতিটা কর্মী আমাদের শক্তি, আমাদের প্রাণ। এখানে বেইমানদের কোনো স্থান নাই। যুগে যুগে কোনো বেইমান, মীরজাফর টিকতে পারেনি, ভবিষ্যৎ এ পারবে না।
প্রতিমন্ত্রী শুক্রবার সিংড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম
আরিফের পরিচালনায় বক্তব্য রাখেন, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, সুকাশ ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চৌদ্দগ্রাম ইউপি চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, সহ-সভাপতি ভেটু চৌধুরী, আব্দুর রাজ্জাক খান, জেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ সুব্রত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান, সাবেক সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম