বরিশালের বানারীপাড়ায় একটি বাল্য বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বানারীপাড়া উপজেলার উত্তরপাড় বাজারে ১৫ বছর বয়সী কিশোরের বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ।
এ সময় বাল্য বিয়ে আয়োজনের দায়ে কনের বাবাকে ১ মাস এবং কনের ভাইকে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিপীকা রানী সেনসহ থাকা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করেন।
বানারীপাড়া উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আবদুল্লাহ সাদীদ।
বিডি প্রতিদিন/ফারজানা