রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এতে তার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
আজ শনিবার সকালে রেললাইনের উপরে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয় তারা।
নিহত নারীর নাম-পরিচয় জানা যায়নি। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিশ্ববিদ্যালয় রেলস্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। তারা মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা