শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।
জেলা তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত অরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
পরে আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত ৪৮ তম সমবায় দিবস উপলক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন।
এ সময় সাইফুজ্জামান শিখর প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিশু ও নারীরা যে কোন সরকারের চেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এদের প্রতি এতোটাই আন্তরিক, যে কোন বিষয়ে নিজেই তদারকি করে থাকেন। পাশাপাশি গ্রাম পর্যায়ে সুবিধা বঞ্চিত নারী ও শিশুদের প্রতি বিশেষ সুদৃষ্টি দেবার জন্য উপস্থিত প্রতিটি ইউনিয়ন চেয়ারম্যানদের আরো আন্তরিক হবার আহ্বান জানান।
বিডি প্রতিদিন/হিমেল