‘বঙ্গবন্ধুর দর্শন সমবায়ের উন্নয়ন’ এই প্রতিপাদ্যে নেত্রকোনায় ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে মোক্তারপাড়া পাবলিক হলের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সাবিহা সুলতানা।
পরে সমবায় বিভাগের আয়োজনে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে পাবলিক হলে গিয়ে শেষ হয়। এ সময় জেলা শহরের বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যবৃন্দসহ সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ র্যালিতে অংশ নেন। পরে পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/ফারজানা