ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ৪৮তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যেগে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি বোয়ালমারী শহর প্রদক্ষিণ করে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য বিষয় “বঙ্গবন্ধুর দর্শন সমবায়ে উন্নয়ন”স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বোয়ালমারী উপজেলার নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলার চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, বোয়ালমারী বার্তা সম্পাদক এ্যাড. কোরবান আলী, সমবায় অফিসার সিরাজুল ইসলামসহ বিভিন্ন সমবায় সংগঠনের কর্মীরা।
বিডি প্রতিদিন/কালাম