সড়ক আইন কার্যকর করতে গণমাধ্যমকর্মীসহ পরিবহণ মালিক ও শ্রমিকদের সহায়তা চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম। শনিবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যমকর্মীসহ পরিবহণ মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, সদ্য চালু হওয়া আইনটি বাস্তবায়ন ও কার্যকর করতে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক সংবাদ প্রচার ও প্রকাশ করতে হবে। পাশাপাশি পরিবহণ মালিক-শ্রমিকরাও ব্যাপক প্রচার-প্রচারণা চালালে আইনটি সম্পর্কে সচেতন হবে। এতে করে আইনটি বাস্তবায়ন ও কার্যকরে সহায়ক হবে। ফলে সকলের মাঝেই আইন মেনে চলার প্রবণতা সৃষ্টি হবে এবং সড়কে শৃংখলা ফিরে আসবে।
মতবিনিময়কালে অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান, সহকারি পুলিশ সুপার ইকবাল হোছাইন, নবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমরান ফারুক মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, বর্তমান সভাপতি জাফরুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, টিআই জাহিদুল ইসলাম, সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান, সার্জেন্ট আলীম, জেলা পরিবহণ মালিক সমিতির সভাপতি এএফএম লুৎফর রহমান ফিরোজ, শ্রমিক সংগঠনের সভাপতি মো. সাইদুর রহমান ছাড়াও গণমাধ্যমকর্ম ও মালিক শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ শহরে অবৈধ যানবাহন তথা ভটভটি-নসিমন-করিমন-কাঁকড়া চলতে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়। এয়াড়া আগামীকাল রবিবার থেকে নতুন আইন কার্যকরে পুলিশ অভিযান শুরু করবে বলেও ঘোষণা দেয়া হয়।
বিডি প্রতিদিন/হিমেল