হবিগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ দুই আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। শনিবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমভাগ গ্রামের আরব আলীর ছেলে সাইদুল মিয়া (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর এলাকার মৃত আবুল কালামের ছেলে হানিফ মিয়া (৪৫)।
এসময় তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২টি কার্তুজ, ৫টি দা, ২টি রড, ৫টি কালো কাপড়ের মুখোশ, ৭টি নাইলনের রশি, ২টি টর্চ লাইট উদ্ধার করা হয়।
শুক্রবার রাতে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। তিনি বলেন, আটককৃতরা পেশাদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাত হানিফের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, আখাউড়ায় অস্ত্র ও ডাকাতির ১১টি মামলা রয়েছে। আটককৃত ডাকাতরা পালিয়ে যাওয়া হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানের ৯ জন ডাকাতের নাম ঠিকানা প্রকাশ করেছে। তাদের ধরতে অভিযান চলছে। এ ঘটনায় সদর মডেল থানার এসআই জহির আলী বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, শহরের কামড়াপুর-নছতপুর সড়কের কালকারচক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ওই দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী, ডিবির ওসি মো. মানিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (অপারেশন) দৌস মোহাম্মদ, এসআই মো. সাহিদ মিয়া, এসআই পলাশ চন্দ্র, এসআই মো. জহির আলী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ