টাঙ্গাইল প্রেসক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে অভ্যন্তরিন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে ক্লাবের বঙ্গবন্ধু ভিআইপি মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিযোগিতার পৃষ্ঠপোশক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচারক (গেমস) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান শাহজাহান আনসারী, প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ। প্রতিযোগিতায় প্রেসক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ অংশ নিচ্ছেন।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ