প্রতি বছরের মতো এবারও বাগমারায় এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সালেহা-ইমারত ফাউন্ডেশন। শনিবার সকালে সালেহা-ইমারত কোল্ড স্টোরেজ মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুল হক।
সালেহা-ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক এমপি বলেন, শিক্ষার্থীদের শুধু লোক দেখানো সার্টিফিকেট অর্জন করলে হবে না, সার্টিফিকেটের মর্যাদা রাখতে হবে। লেখাপড়া শেষ করে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোকবুল হোসেন, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক, বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল সরকার। উল্লেখ্য, ২০০৬ সাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া সব শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়ে আসছে সালেহা-ইমারত ফাউন্ডেশন।
বিডি-প্রতিদিন/শফিক