নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ এবং রেজিস্টার্ড ব্যবস্থাপত্র ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয় প্রতিরোধ করার আহবান জানানো হয়েছে। শনিবার হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভায় এ আহবান জানানো হয়।
কাল ১০ টায় বগুড়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মোস্তফা আলম। এতে বক্তব্য রাখেন বগুড়ার ওষুধ তত্ত্বাবধায়ক আহসান হাবীব, বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ড সদস্য ডা. এসএম মিল্লাত হোসেন, কলেজের অধ্যক্ষ ডা. আয়ুব হোসেন, সাবেক অধ্যক্ষ আব্দুস সামাদ, ডা. আব্দুল খালেক, ডা. মঞ্জুরুল আলম লিটন, ডা. হুমায়ুন কবির, ডা. আবুল মনসুর, ডা. শাহ গাজী, ডা. ইয়াছিন আলী, ডা. আলীম, ডা. ফিরোজ, এহতেশাম প্রমুখ।
এতে ড্রাগ সুপার বলেন, নকল, ভেজাল, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করা যাবে না। রেজিস্টার্ড ব্যবস্থাপত্র ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ বিক্রয় থেকে সকলকে বিরত থাকতে হবে। এসব বিষয়ে চিকিৎসক ও সকল শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে।
বিডি-প্রতিদিন/শফিক