পটুয়াখালী গলাচিপায় জেএসসি পরীক্ষা চলাকালে গলাচিপা সরকারি কলেজ কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ করার অপরাধে দুই যুবককে আটক করে অর্থ দণ্ড করা হয়েছে।
শনিবার পরীক্ষা চলাকালীন সময় মহিব উল্লাহ (১৬) ও সাফায়েত ইসলাম (১৭) নামে দুই যুবককে জরিমানা করা হয়।
জানা যায়, পরীক্ষা চলাকালীন সময় গলাচিপা সরকারি কলেজের নিরাপত্তা বেষ্টনির মধ্যে অনাধিকার প্রবেশ করলে পুলিশ তাদের আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. রফিকুল ইসলাম মহিবুল্লাকে ৮ হাজার এবং সাফায়েত ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন