ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মিরপুর গ্রামে নাইমা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে। সে শিবপুর সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিস খাঁ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী ও মো. শফিকুল ইসলামের মেয়ে।
আজ শনিবার ভোর ৪-৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান পরিবারের লোকজন। শিবপুর ফাঁরি থানা ইনর্চাজ এস. আই. বিবেক দেবনাথ জানান, কলেজছাত্রী নাইমার মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় তার বসত ঘর থেকে উদ্ধার করা হয়েছে। পরে লাশ ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ