সব ধরনের ক্রিকেট থেকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার মধ্যে এক বছরের শাস্তি স্থগিত থাকবে। আইসিসির এই নিষেধাজ্ঞার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
শনিবার সকাল ১১ টায় সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে এ মানববন্ধন করে।
সাকিবিয়ান গ্রুপের ব্যানারে মানবন্ধনে শিক্ষার্থীরা জানান, লঘুপাপে গুরুদণ্ড দেয়া হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। তার শাস্তি মওকুফ করে পুনরায় তাকে ক্রিকেটে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।
এসময় মানবন্ধনে বক্তব্য রাখেন ফারুক হোসেন, সবুজ ইসলাম, ওবায়দুর রহমান, সামিউল আলিম প্রধান, আল রাফি, পোদ্দার রিপন, জুয়েল আহম্মেদ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন