কুষ্টিয়ার মিরপুরে তাওয়াবুর (৪২) নামের একজনকে ৫০০ গ্রাম স্বর্ণসহ আটক করেছে বিজিবি। আজ শনিবার ভোর ৫টায় বিজিবি সেক্টর’র ২নং গেটের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী যাত্রীবাহি এসবি পরিবহনে তল্লাশি চালিয়ে স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মেহেরপুরগামী ওই বাসে একব্যক্তি ভারতে স্বর্ণ পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার সময় কুষ্টিয়া-মেহেরপুর সড়কের বিজিবি সেক্টর’র ২নং গেটের সামনে মেহেরপুর গামী এসবি পরিবহনে অভিযান চালিয়ে তাওয়াবুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিশেষভাবে রাখা অবস্থায় ৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
তাওয়াবুর মেহেপুর জেলার শুভরাজপুর গ্রামের তরিকুল ইসলামের পুত্র। স্বর্নসহ তাওয়াবুরকে মিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কমান্ডার।
বিডি প্রতিদিন/ফারজানা