Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৯ ১৩:১২

মধুখালীতে জৈব সার ব্যবহার করে তুলা চাষ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

মধুখালীতে জৈব সার ব্যবহার করে তুলা চাষ

ফরিদপুর জেলার মধুখালী উপজেলার পাটকান্দি ও সদরের কানাইপুর এর কৃঞ্চনগর গ্রামে জৈব সার ব্যবহার করে তুলা চাষ করছেন স্থানীয় কয়েকজন কৃষক। 

প্র্যাকটিক্যাল এ্যাকশন এর সহায়তায় রান্না ঘরের ও পয়বর্জ্য দ্বারা তৈরি কো-কম্পোট জৈব সার ব্যবহার করে ১০ শতাংশ জমিতে তুলা চাষ করছেন কৃষক মো. মফিজুর রহমান। 

তিনি জানান,এই জৈব সার দিয়ে চাষাবাদ করছি, তাই ফলন বেশী। গাছের গ্রোথ ভালো, রাসায়নিক সার কম লাগছে। আমি এই সার আমার ফল ক্ষেতেও ব্যবহার করছি এবং ভালো ফলাফল পাচ্ছি। ১-১.৫ মাস পর থেকে ফল তুলা যাবে। 

ফরিদপুর জেলায় তুলা চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। স্থানীয় কৃষকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে বিষয়টি। বর্তমানে তুলা গাছে ফলন আসা শুরু হয়েছে। কৃষকরা আশা করছেন তুলা চাষে লাভবান হবেন তারা। 


বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য