খুলনা জেলা আইনজীবী সমিতির প্রধান ভবনের সামনে বৃহস্পতিবার (১৪ই নভেম্বর) শিক্ষানবিশ আইনজীবীরা পরীক্ষার দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে পরীক্ষাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষানবিশ আইনজীবীরা।
দাবিতে তারা জানান, অবিলম্বে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষা ২০১৯ এর তারিখ ঘোষণা করে, পরীক্ষা গ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ও এমআর শিট সংযোজন করতে হবে। প্রতি বছর নির্দিষ্ট সময়ে পরীক্ষা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, নিবন্ধনপত্র পাওয়ার ৩-৪ বছর পার হলেও পরীক্ষা নেওয়া হচ্ছে না। এসময় অতিদ্রুত বার কাউন্সিল পরীক্ষা না নিলে শিক্ষানবিশ আইনজীবীরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এ মানববন্ধনকে সমর্থন জানিয়ে দ্রুত পরীক্ষা গ্রহণের আশ্বাস প্রদান করেন বাংলাদেশ বার কাউন্সিলের হাউজ কমিটির সভাপতি অ্যাডভোকেট পারভেজ আলম খান ও বার কাউন্সিলের সাবেক সদস্য এস আর ফারুক। এছাড়া সমর্থন জানান সকল আইনজীবী ও শিক্ষানবিশ আইনজীবীরা।
বিডি-প্রতিদিন/শফিক