ঝালকাঠিতে মাসব্যাপী তাঁত ও বস্ত্র মেলা শুরু হয়েছে। সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী আমির হোসেন আমু এমপি ঝালকাঠি পুরাতন কলেজ রোডস্থ কালেক্টরেট স্কুল চত্তরে ডিসি পার্কে সোমবার বিকেলে এ মেলার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক মনির। পরে এমপি আমু মেলার স্থল ও কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন। ডিসেম্বর মাসব্যাপী এ মেলা চলবে বলে।
বিডি প্রতিদিন/হিমেল