নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বুধবার কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম। পুলিশ সুপার আলমগীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যক্ষ প্রফেসর কাজী মুহম্মদ রফিক উল্লাহ।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান একেএম শামছুদ্দিন জেহান, জেলা কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক মিয়া মো. শাহজাহান, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি খন্দকার গোলাম ফারুক বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইবটিজিং সহ সব ধরণের সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এসব অপরাধের সাথে জড়িতদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না।
সমাবেশে কমিউনিটি পুলিশিং এর জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার