চাঁপাইনবাবগঞ্জের পৌর এলাকার প্রায় ২ হাজার বাটারিচালিত অটোরিকশাতে স্টিকার মেরে সপ্তাহে তিন দিন করে চালানোর উদ্যোগ গ্রহণ করেছে জেলা পুলিশ ও নবাবগঞ্জ পৌরসভা।
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর পার্কে বাটারিচালিত অটোরিকশাতে স্টিকার মেরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন টিআই জাহিদুল হক, সার্জেন্ট আব্দুর রাজ্জাক, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মুজলেমা খাতুন, সহকারী লাইসেন্স পরিদর্শক আব্দুল আজিজ খান প্রমুখ।
টিআই জাহিদুল হক বলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বাটারিচালিত অটোরিকশা বেশি হওয়ার কারণে রাস্তায় যানজট, দুর্ঘটনাসহ বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। তাই পৌরসভার মধ্যে বাটারিচালিত প্রায় ২ হাজার অটোরিকশাতে স্টিকার লাগানো হয়। এতে সপ্তাহে তিন দিন করে প্রত্যেকে অটোরিকশা চালাতে পারবে পৌরসভার মধ্যে। তবে শুক্রবার ছুটির দিন থাকায় ওই দিন সব অটোরিকশা চলবে বলেও জানান তিনি।
অন্যদিকে, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, অটোরিকশা গুলো নিময় মেনে রাস্তায় চলে না। তাই পৌরসভার রাস্তায় শৃঙ্খলা ফেরাতেই এ ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। প্রত্যেক অটোরিকশা চালক একদিন পর পর সপ্তাহে তিন দিন করে চালাতে পারবেন।
এ বিষয়ে অটোরিকশা চালকরা বলছেন, সপ্তাহে তিন দিন অটোরিকশা চালিয়ে কি সংসার চালানো সম্ভব। ঋণ করে অটোরিকশা কিনে সপ্তাহে তিন দিন অটোরিকশা চালিয়ে সংসার চালাবে না ঋণ পরিশোধ করবে এই প্রশ্ন তাদের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন