হটলাইনে অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন ও দুদক যৌথ অভিযান চালিয়ে নোয়াখালী সেটেলমেন্ট অফিস থেকে ৫ দালালকে আটক করেছে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দন্ডিত করা হয়। সোমবার বিকালে জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরস্থ সেটেলমেন্ট অফিসে এ অভিযান পরিচালিত হয়।
দন্ডপ্রাপ্তরা হচ্ছে- লক্ষীনারায়ণপুর এলাকার মো.আবদুর রহীম (৪৭), মনির হোসেন (৩৮), সাইফুল ইসলাম (৪৫), বাবুল মিয়া (৫৫), নুরুল ইসলাম (৩৯)।
এ বিষয়ে দুদকের সহকারী পরিচালক মো. সুবেল আহমেদ জানান, নিষিদ্ধ হলেও কীভাবে সরকারি এসব খতিয়ান ও পর্ছা বাহিরে যাচ্ছে। দালাদের সঙ্গে সেটেলমেন্ট অফিসের কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। যদি এর সঙ্গে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত থাকে তাহলে দুদক তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার