৮ ডিসেম্বর, ২০১৯ ০৮:০২

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদের গোলাগুলিতে নিহত ১, আহত ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:

রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদের গোলাগুলিতে নিহত ১, আহত ২

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরনার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ‘দুই ডাকাত দলের’ মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। 

শনিবার  রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরনার্থী শিবিরে এইচ বক্লে পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

আহতরা হলেন, শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। এরা দুইজন একই শিবিরের বাসিন্দা।

টেকনাফ নয়াপাড়া শরনার্থী শিবিরের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোহাম্মদ বাবুল বলেন, ‘রাতে নয়াপাড়া শরণার্থী শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশংজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

নয়াপাড়া শরনার্থী শিবিরের মাঝি মোস্তফা কামাল বলেন, ‘দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। তার নাম পাওয়া যায়নি। এঘটনায় ক্যাম্পের লোকজন আতংকের মধ্যে রয়েছে।’

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর